প্রকাশিত: Sat, Dec 31, 2022 3:54 PM
আপডেট: Tue, Apr 29, 2025 2:44 AM

জোটের বাইরে একক শক্তি হতে চায় ইসলামী আন্দোলন

খালিদ আহমেদ: আগামীকাল ২ জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সম্মেলন করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।  দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিনিয়ত একটু একটু করে এগিয়ে যাচ্ছে, জোট মহাজোটের বাইরে দলটি যে একক ইসলামী ও জনশক্তি গড়ে তোলার কাজ করেছে, তার ফলাফল আসতে শুরু করেছে। এটাকে কী করে কাজে লাগানো যায় এবং আরও ত্বরান্বিত করা যায়, সে বিষয়ে ২ তারিখের জাতীয় সম্মেলন একটি মাইলফলক হতে যাচ্ছে। শনিবার দুপুরে দলের এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে। 

পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাওলানা গাজী আতাউর রহমান। সহকারী মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলমের পরিচালনায় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সহকারী মহাসচিব মাওলানা আব্দুল কাদের, সাংগঠনিক সম্পাদক কে এম আতিকুর রহমান, সহকারী সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা খলিলুর রহমান, জি এম রুহুল আমিন, উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা লোকমান হোসাইন জাফরী, মুক্তিযোদ্ধা আবুল কাশেম, আলহাজ জান্নাতুল ইসলাম, শহিদুল ইসলাম কবির, মুফতি মোস্তফা কামাল প্রমুখ।

গাজী আতাউর রহমান বলেন, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আপনাদের কাছে নতুন করে ব্যাখ্যা করার কিছু নাই।অর্থনৈতিক দুরাবস্থা, নির্বাচন নিয়ে অস্থিরতা, জোট-মহাজোট ভাঙ্গাগড়ার নিত্য ঘটনা, নীরব দুর্ভিক্ষ সব মিলিয়ে বাংলাদেশের জন্য বর্তমান সময় খুবই তাৎপর্যপূর্ণ। এই গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ সময়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামীকাল ১ জানুয়ারি ইসলামী আন্দোলন বাংলাদেশের মজলিশে শূরার সভা অনুষ্ঠিত হবে। যেখানে আসন্ন নির্বাচনকে সামনে রেখে নতুন নেতৃত্ব নির্ধারণ করা হবে। পরের দিন ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব